আমাদের বিশ্বটি আসলেই কতোটা সুন্দর তা আমরা অনেকেই জানি না। পুরো বিশ্ব দেখা শুরু করতে চাইলে তা কখনোই শেষ হবে। প্রতিটি শহরের প্রতিটি মোড় ও অলিগলিতে অপেক্ষা করছে নতুন কিছু। পুরো পৃথিবীই সৌন্দর্যের আধার। আমাদের অনেক কিছুই দেখা হয় না পুরো জীবনে। যারা অনেক বেশি ঘোরাঘুরি পছন্দ করেন তারাও বলতে গেলে পৃথিবীর সৌন্দর্যের সিকি আনাও দেখে শেষ করতে পারেন না।
কিন্তু কিছু শহর এবং প্রাচীন কিছু স্থান রয়েছে যা এক নজর না দেখলেই নয়। এই সকল স্থান না দেখলে মনে হবে জীবনটাই বৃথা। এবং যতবারই যান না কেন, এই শহরগুলো বারবার আপনাকে আকর্ষণ করবে। আসুন, আজ দেখি ও জানি তেমনই ১০টি অসাধারণ শহরের কথা।
ভেনিস, ইতালি
পানির ওপরের রাজত্ব দেখার জন্য পুরো বিশ্বের টুরিস্ট চলে যান ইতালির ভেনিসে। শুধু তাই নয় এই শহরের বাড়িঘরগুলোর সৌন্দর্যও অনেক বেশি আকর্ষণীয়। না দেখলে যেন আসলেই জীবন বৃথা।
নিউ ইয়র্ক সিটি, ইউএসএ
নিউ ইয়র্ক শহরের মতো এতো রঙিন এবং নানা ধরণের শিল্প-সংস্কৃতি, সাহিত্য এবং মানুষের ছড়াছড়ি অন্য কোনো শহরে নেই। আর তাই একটিবার হলেও নিউ ইয়র্ক সিটি দেখে আসা উচিৎ।
লাসা, চীনা
আধ্যাত্মিক সৌন্দর্যের শহর এই লাসায় রয়েছে সব চাইতে বড় বুদ্ধের মন্দির। এর স্পিরিচ্যুয়াল আকর্ষণ সকল টুরিস্টকেই টানে।
রিও ডি জেনিরো, ব্রাজিল
অনেক বেশি রঙিন এবং রঙের সমাহার দেখা যায় ব্রাজিলের সকল কার্নিভ্যালে। যা জীবনে একটি বার হলেও দেখা উচিৎ।
লন্ডন, ইংল্যান্ড
অনেক বিখ্যাত যাদুঘর, মার্কেট এবং তাদের সংস্কৃতির বৈচিত্র্যময়তা দেখতে হলেও অন্তত একটিবার লন্ডন ঘুরে আসা উচিৎ।
মারাকেস, মরক্কো
অসাধারন স্থাপত্যশিল্পের শহর হিসেবে সকলের কাছেই বেশ আকর্ষণীয় মরক্কোর এই শহরটি।
অসাধারন স্থাপত্যশিল্পের শহর হিসেবে সকলের কাছেই বেশ আকর্ষণীয় মরক্কোর এই শহরটি।
পেট্রা, জর্ডান
বিশ্বের প্রাচীন শহর হিসেবে পরিচিত এই শহরটি প্রত্নতত্ত্বে আগ্রহী সকল টুরিস্টদের জন্য বেশ আকর্ষণীয়।
রোম, ইটালি
রোমের রাস্তায় হাঁটার অর্থ হচ্ছে এক কথায় ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া। পৃথিবীর আর কোন শহরে ইতিহাস, আধুনিকতা ও এত দারুণ খাবারের সমন্বয় আছে কিনা সন্দেহ!
কয়টো, জাপান
অদ্ভুত সুন্দর এই শহরটি আপনাকে নিয়ে যাবে ভিন্ন এক জগতে। এর বাগান ও পার্ক, সম্ভ্রান্ত টি হাউজ ও দুর্গ গুলো আপনাকে দেবে রাজকীয় ও প্রাচীন জাপানের অনুভব।
ফ্রান্স, প্যারিস
"আলোর শহর" হিসাবে সুপরিচিত এই শহরে আসলে জীবনে একবার না গেলেই নয়। একে সিটি অফ লাভও বলা হয়ে থাকে। পৃথিবীর বুকে প্যারিস আজও সবচাইতে রোমান্টিক শহর রূপেই পরিচিত। এই শহরের শ্বাসরুদ্ধকর সব মিউজিয়াম ও দারুণ প্রাণবন্ত ক্যাফেগুলো আপনাকে আকর্ষণ করবেই!
No comments:
Post a Comment